পাসপোর্ট করার নিয়ম কি - ই পাসপোর্ট করতে কত টাকা লাগে

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকগণ সকলকে আমার ওয়েবসাইটে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাসপোর্ট করার নিয়ম - ই পাসপোর্ট করতে কত টাকা লাগে। আমরা অনেকেই পাপাসপোর্ট করার নিয়ম - ই পাসপোর্ট করতে কত টাকা লাগে এই বিষয়ে জানিনা। আশা করি, এই বিষয় জেনে আপনাদের উপকারে আসবে।
পাসপোর্ট করার নিয়ম - ই পাসপোর্ট করতে কত টাকা লাগে
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে পাসপোর্ট করার নিয়ম - ই পাসপোর্ট করতে কত টাকা লাগে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা

বর্তমান বাংলাদেশে তাই প্রতিটি জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট সেবাটির কার্যক্রম চালু রয়েছে। সরকারের নির্ধারিত ফ্রি সম্পর্কে জ্ঞান থাকলে ই পাসপোর্ট করার সময় দালালের প্রতারণা হাত থেকে রক্ষা পাওয়া যায়। বাংলাদেশের প্রত্যেক নাগরিক অনলাইন এর মাধ্যমে নতুন পাসপোর্ট এর আবেদন করতে পারবে আবার পুরাতন পাসপোর্ট রিনিউ (Renew) করতে পারবে। তবে নতুন পাসপোর্ট আবেদন ফ্রি এবং রিনিউয়াল ফি দুইটাই একই।

পাসপোর্ট করার নিয়ম ২০২৩

পাসপোর্ট করার নিয়ম জানতে হলে প্রথমত আপনাকে পাসপোর্ট করার পূর্বে কিছু অবশ্যই জানতে হবে। আপনি পাসপোর্ট দুই রকম উপায় করতে পারবেন। প্রথম উপায় হচ্ছে সরাসরি পাসপোর্ট অফিসে নিজে গিয়ে এবং দ্বিতীয় উপায় হচ্ছে যে কোন ট্রাভেলস এর মাধ্যমে। এরপর মুখ্য বিষয় হচ্ছে বা কাঙ্খিত পরামর্শ হচ্ছে পাসপোর্ট অফিসে সরাসরি নিজের না যে ট্রাভেলস এর মাধ্যমে পাসপোর্ট  অফিসে গিয়ে পাসপোর্ট করে নেওয়াটা উত্তম।
এর কারণ হচ্ছে আপনি যদি নিজে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে করতে চান তাহলে বিভিন্ন দালালের সম্মুখীন হতে হবে যা আপনার জন্য খুবই ক্ষতিকারক। এজন্য, আপনি যদি সরাসরি পাসপোর্ট করতে যান তাহলে আপনাকে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা বিভিন্ন সমস্যা বলে একটু তারিখ ১৫ থেকে ১৮ দিন পর আপনাকে আসতে বলবে ফিঙ্গার দেওয়ার জন্য।

আপনি যদি, ট্রাভেলস এর মাধ্যমে পাসপোর্ট অফিসে গেলে আপনি এক দিনে কোন প্রকার ঝামেলা বিহীন সকল ধরনের কাজ অর্থাৎ ফিঙ্গারসহ করে আসতে পারবেন। যেকোনো ট্রাভেলস এর মাধ্যমে পাসপোর্ট করে থাকেন তবে তারাই আপনাকে বলে দিবে কি কি কাগজপত্র লাগবে। যে সকল কাগজ লাগবে সেগুলো হচ্ছে-

  • প্রথমত, পাসপোর্ট করার ক্ষেত্রে পাসপোর্ট পাসপোর্ট এর আবেদন করার জন্য জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে আবেদন করতে হয়।
  • দ্বিতীয়ত, আবেদন করার পরে আপনাকে ব্যাংকে গিয়ে পাসপোর্ট ফি জমা দিতে হবে।
  • এরপর পরিশেষে সকল ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট অফিসে হাজির হতে হবে।

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে মূলত ৪,০২৫ টাকা থেকে ১৩,৮০০ টাকা পর্যন্ত লাগে। তবে একটি নির্ধারিত হয়েছে পাসপোর্ট এর মেয়াদ এবং পাসপোর্ট এর ধরন অনুযায়ী। যেমন সাধারণ পাসপোর্ট, অতীত জরুরি পাসপোর্ট এবং জরুরি পাসপোর্ট এর ভিত্তিতে নির্ধারিত হয়েছে। এছাড়া বাংলাদেশ মিশন অথবা এম্বাসিও ই পাসপোর্ট প্রদান করে নির্দিষ্ট ফি এর বিনিময়ে।

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়

সাধারণ বা নিয়মিত ই পাসপোর্ট: সাধারণ বা নিয়মিত ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ হাতে পাওয়ার দিন থেকে ১৫ থেকে ২১ কর্ম দিবস পর্যন্ত সময় লাগে।

জরুরী ই পাসপোর্ট: জরুরী ই পাসপোর্ট পেতে বায়োমেট্রিক এন্ডরোলমেন্ট বা ডেলিভারি স্টিপ পাওয়ার ব্যাংক থেকে ৭ভাবে ১০ কর্ম দিবস পর্যন্ত সময় লাগে।

সুপার এক্সপ্রেস ই পাসপোর্ট: সুপার এক্সপ্রেস বা অতি জরুরী ই পাসপোর্ট পেতে বায়োমেট্রিক এনরোলমেন্ট এর দিন থেকে দুই থেকে তিন কর্ম দিবস পর্যন্ত সময় লাগে তবে এটি শুধু আগারগাঁও পাসপোর্ট অফিসের ক্ষেত্রে প্রযোজ্য।

৫ বছর মেয়াদী ৪৮ পেইজ পাসপোর্ট করতে কত টাকা লাগে

  • নিয়মিত ডেলিভারি: ৪,০২৫/- টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি: ৬,৩২৫/- টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি: ৮,৬২৫/- টাকা

৫ বছর মেয়াদী  ৬৪ পেইজ পাসপোর্ট করতে কত টাকা লাগে

  • নিয়মিত ডেলিভারি: ৬,৩২৫/- টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি: ৮,৬২৫/- টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি: ১২,০৭৫/- টাকা

১০ বছর মেয়াদী ৪৮ পেইজ পাসপোর্ট করতে কত টাকা লাগে

  • নিয়মিত ডেলিভারি: ৫,৭৫০/- টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি: ৮,০৫০/- টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি: ১০,৩৫০/- টাকা

১০ বছর মেয়াদী ৬৪ পেইজ পাসপোর্ট করতে কত টাকা লাগে

  • নিয়মিত ডেলিভারি: ৮,০৫০/- টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি: ১০,৩৫০/- টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি: ১৩,৮০০/- টাকা

ই পাসপোর্ট পেমেন্ট পদ্ধতি কি কি

ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট:
বর্তমানে ই পাসপোর্ট পেমেন্ট করার জন্য ব্যাংকের লম্বা লাইনে দাঁড়িয়ে পেমেন্ট করার প্রয়োজন নেই। এখন বিকাশ, রকেট, নগদ অথবা যে কোন মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ঘরে বসেই খুব সহজে অনলাইনে ই পাসপোর্ট পেমেন্ট করা যায়।

Ekpay Payment Getway এর মাধ্যমে ই পাসপোর্ট অনলাইনে পেমেন্ট করার জন্য প্রথমে অনলাইন পাসপোর্ট আবেদনের পেমেন্ট ধাপে গিয়ে অনলাইন পাসপোর্ট পেমেন্ট বাছাই করে নিতে হবে। এরপরে "Continue" বাটনে ক্লিক করতে হবে। তারপরে Ekpay Payment Getway পেমেন্ট মাধ্যমিক হিসেবে কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে হবে।

তবে কার্ড পেমেন্ট এর ক্ষেত্রে যে কোন ব্যাংকের ভিসা (Visa), মাস্টার কার্ড (Master Card) বা আমেরিকান এক্সপ্রেস (American Expresss) কার্ড ব্যবহার করা যেতে পারে। তাছাড়া বাংলাদেশের প্রায় সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে পাসপোর্ট পেমেন্ট করা আছে যেমন বিকাশ (Bkash), নগদ (Nagod), রকেট (Rocket),ইউপে (Upay), ট্যাপ (Tap) এবং এমক্যাশ (MCash) সহ আর অন্যান্য মোবাইল ব্যাংকিং রয়েছে যেগুলোর মাধ্যমে সহজে কি পাসপোর্ট পেমেন্ট করা যায়। আশা করি, ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট বিষয়টি বুঝতে পেরেছেন।

ই পাসপোর্ট অফলাইন / ব্যাংক পেমেন্ট: 

ই পাসপোর্ট অফলাইন অথবা ব্যাংক পেমেন্ট এর ক্ষেত্রে ব্যাংক আপনার তথ্য অনেকবার যাচাই-বাছাই করে থাকে এজন্য ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে। ব্যাংক পেমেন্ট বাংলাদেশের সকল সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক থেকে পাসপোর্ট প্রদান করা যায়। সুতরাং, ই পাসপোর্ট অফলাইন এর ক্ষেত্রে প্রযোজ্য আবার সরাসরি ব্যাংক পেমেন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য আপনি দুই ভাবেই দিতে পারবেন।

যে ব্যাংকে ঘরে বসে পাসপোর্ট ফি জমা দিবেন

সকল প্রকার সরকারি এবং বেসরকারি ব্যাংক ই পাসপোর্ট ফি জমা নিয়ে থাকে। এছাড়া অনলাইনের সহায়তা নিয়ে ই চালানের মাধ্যমে টাকা জমা নেওয়া হয়। সর্বশেষ সংশোধনী যে সমস্ত ব্যাংকের মাধ্যমে আপনি ঘরে বসে পাসপোর্ট জমা দিতে পারবেন সেগুলো নিম্নে দেওয়া হলো-

  • A B Bank
  • Premier Bank
  • Southeast Bank
  • Sonali Bank
  • One Bank
  • NRB Commercial Bank
  • Midland Bank
  • Islami Bank
  • First Security Islami Bank
  • Duch Bangla Bank
  • Eastern Bank
  • BRAC Bank
  • Bangladeh Commerce Bank
  • Agrani Bank

    বিদেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট করতে কত টাকা লাগে

    বাংলাদেশের মধ্যে বসবাস না করেও বাংলাদেশী নাগরিক হলে বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট করা সক্ষম হয়। এজন্য আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে অবস্থিত বাংলাদেশ এম্বাসি তে যোগাযোগ করতে হবে। অন্যান্য দেশ থেকে এম্বাসি এর মাধ্যমে পাসপোর্ট করতে যে পরিমাণ ইউএস ডি (USD) লাগে তা নিম্নে দেওয়া হল-

    48 Pages For 5 Years

    • Regular- $ 100
    • Express- $ 150

    48 Pages For 10 Years

    • Regular- $150
    • Express- $ 200

    64 Pages For 5 Years

    • Regular- $ 150
    • Express- $ 200

    64 Pages For 10 Years

    • Regular- $ 175
    • Expreess- $ 225

    লেখকের শেষ কথা

    আশা করছি, এই আর্টিকেলটি পড়ে আপনি এই বিষয়ে অল্প কিছু হলেও এই সকল বিষয়ে জানতে সক্ষম হয়েছেন। পাসপোর্ট করার নিয়ম - ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩ এই বিষয়ে নিয়ে লেখা আমাদের আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য ও প্রযুক্তি সম্পর্কিত অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url