বিকাশ কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে | বিকাশ হেল্প লাইন নাম্বার

আপনি কি বিকাশ কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে কিংবা বিকাশ হেল্প লাইন নাম্বার সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য জানতে চাচ্ছেন? তাহলে আপনি এখন সঠিক জায়গাতেই এসেছেন। কেননা আজকের পোষ্টে আমরা বিকাশ হেল্প লাইন নাম্বার ও অফিস ঠিকানা বিস্তারিত সাজানোর চেষ্টা করেছি।
বিকাশ কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে | বিকাশ হেল্প লাইন নাম্বার

আপনি যদি ৫ মিনিট অপচয় করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন তাহলে, বাংলাদেশের সকল বিকাশ কাষ্টমার কেয়ারের ঠিকানা জেনে নিতে পারবেন। আশা করি, এই বিষয়ে আমরা আপনাকে এমন কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব যার মাধ্যমে আপনার মনের অজানা প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়ার পাশাপাশি আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ।
পোষ্ট সূচিপত্রঃ

উপস্থাপনা - বিকাশ হেল্প লাইন নাম্বার

মোবাইল ব্যাংকিং খাতে বিকাশ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম। আপনি এই মাধ্যমে চাইলে মোবাইল রিচার্জ, টাকা পাঠানো কিংবা টাকা গ্রহন করা, ইউটিলিটি বিল পরিশোধ করা, বিভিন্ন খাতে পেমেন্ট করা ইত্যাদি। খুব দ্রুত জনপ্রিয় হওয়ার ফলে এই মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ বাংলাদেশের সকল জেলায় কাস্টমার কেয়ার স্থাপন  করেছে।

তাই অধিকাংশ বিকাশ গ্রাহকদের কাস্টমার কেয়ার থেকে সেবা  গ্রহণের প্রয়োজন হয়। তাই আমরা আজকে এমনই একটা জরুরী বিষয় বিকাশ কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে নিয়ে বিস্তারিত আলোচনা করার। আপনারা যারা বিকাশ ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কারণ বিকাশ গ্রাহকদের বিভিন্ন সময় বিভিন্ন ধরণের সমস্যার করতে হয়। আর এজন্যই প্রয়োজন পড়ে কাস্টমার কেয়ারের। আজকের পোস্টটিতে আমরা বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার সহ প্রতিটি জেলায় অবস্থিত বিকাশ কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে তার ঠিকানা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক।

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের প্রতিনিয়ত বিকাশ এক্যাউন্ট এর সমস্যায় পড়েন। তাই তারা বিকাশের কাস্টমার কেয়ার নাম্বার জানতে চায়। কিন্তু কিভাবে কাস্টমার কেয়ারে যোগাযোগ করবে সেটা হয়তো বুঝতে পারে না। মূলত এজন্যই আমরা পোষ্টের শুরুতেই আপনাদের এ বিষয়ে জানাব।

আপনার বিকাশ একাউন্টের যদি ছোটখাটো কোন সমস্যা হয় তাহলে আপনি সেটা ঘরে বসেই কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করে সমাধান করতে পারবেন বা আপনার একান্ত রিলেটেড কোন তথ্য প্রয়োজন হইলেও আপনি কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে যোগাযোগ করে জানতে পারবেন।
তবে এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার। আমরা নিচে বিকাশের কাস্টমার কেয়ার নাম্বার বা বিভিন্ন বিকাশ হেল্পলাইন প্রতিনিধিদের সাথে যোগাযোগের মাধ্যম তুলে ধরেছি।

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার: 16247 OR 02-55663001

বিকাশ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট: https://webchat.bkash.com

ইমেইল: support@bkash.com

বিকাশ ফেসবুক ফ্যান পেজ: https://www.facebook.com/bkashlimited

উপরের উল্লিখিত যোগাযোগ মাধ্যমে আপনি বিকাশ কাস্টমার কেয়ারে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা যেকোন সময় কল করে তাদের সেবা গ্রহন করতে পারবেন। তবে এক্ষেত্রে চার্জ কাটা হবে। এছারাও আপনি কাস্টমার কেয়ার প্রতিনিধিদের পাশাপাশি বিকাশ কোম্পানিকে ইমেইল কিংবা ফেসবুকে ফ্যান পেজে পোস্ট করার মাধ্যমেও সেবা পেতে পারেন।

বিকাশ হেড অফিসের ঠিকানা

আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা সরাসরি বিকাশ হেড অফিসে যোগাযোগ করতে চান। আর এজন্য বিকাশ হেড অফিসের ঠিকানা জানার প্রয়োজন হয় কেননা আপনি যদি বিকাশ হেড অফিসের ঠিকানা না জানেন তাহলে আপনি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন না। তাই বিকাশ হেড অফিস থেকে সরাসরি সেবা গ্রহণের আগে এর অফিসের ঠিকানা টি কোথায় অবস্থিত সেটি জানতে হবে। বিকাশ হেড অফিসের ঠিকানা নিচে উল্লেখ করা হলো-

বিকাশ হেড অফিসের ঠিকানা: স্বাধীনতা টাওয়ার, ১ বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা -১২০৬
ফ্যাক্স: ০০৮৮-০২-৯৮৯৪৯১৬

বাণিজ্যিক ভবনের ঠিকানা: এসকেএস টাওয়ার, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬

বিকাশ কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে

বাংলাদেশে অবস্থিত বিকাশ কাস্টমার কেয়ারের সকল শাখার ঠিকানা পোস্টের এই অংশে সুন্দরভাবে তুলে ধরা হলো। আপনি নিজে থেকে সকল ব্রাঞ্চ বা অফিস এর ঠিকানা জেনে নিতে পারবেন। এবং আপনি চাইলে আপনার নিকটস্থ যেকোন অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

বিকাশ অফিসের কাস্টমারদের প্রতিনিধিরা সর্বদা প্রস্তুত রয়েছেন আমাদের সমস্যাটি সমাধান করে দেয়ার। তাই আপনি কোন প্রকারের সংকোচ না করে আপনার বিকাশ অ্যাকাউন্টের যেকোনো ধরনের সমস্যা বা পরামর্শের জন্য সরাসরি কাস্টমার কেয়ার অফিসে গিয়ে বিষয়টি পরিবেশন করাই উত্তম হবে। তাহলে আসুন বিকাশ কাস্টমার কেয়ার এর বিভাগ ভিত্তিক সকল ঠিকানাসমূহ জেনে নেই।

বিকাশ কাস্টমার কেয়ার ঢাকা বিভাগ

যারা ঢাকা বিভাগের সকল বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা পেতে চান। তারা এখান থেকে সকল ঠিকানা পেয়ে যাবেন। দেখে নিন বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা ঢাকা।
  • মাস্টার টেলিকম (১ নং মিজান প্লাজা) ডেন্ডাবর, আশুলিয়া, ঢাকা
  • মেসার্স পাটওয়ারী এন্ড সন্স, পাটওয়ারী কমপ্লেক্স, বিবি রোড, ভৈরব
  • জেমসন ইন্টারন্যাশনাল. বোয়ালমারী মেইনরোড, কৃ্ষিব্যাংকের নিচতলায়, বোয়ালমারী, ফরিদপুর
  • বিসমিল্লাহ টেলিকম, ২৫৭, প্রথম কলোনী, লালকুঠি, মিরপুর -১, ঢাকা
  • নাম্বার ওয়ান ভাই ভাই টেলিকম, ৩৮, পোস্তগোলা (ডি আই টি ইন্ডাস্ট্রিয়াল এলাকা), শ্যামপুর, ঢাকা
  • বিসমিল্লাহ মোবাইল পয়েন্ট, বন্ধ ডাকপাড়া [হাইওয়ে রোড], জিঞ্জিরা, কেরানিগঞ্জ, ঢাকা
  • তালুকদার টেলিকম, ময়মনসিংহ রোড ,মধুপুর ,টাঙ্গাইল
  • মোবাইল ভ্যালি (দোকান -১১), মসজিদ মার্কেট, কলওয়ালপাড়া, মিরপুর – ১, ঢাকা
  • শাহীন ইলেকট্রিক, ২২৭ বঙ্গশাই রোড, মির্জাপুর, টাঙ্গাইল
  • মোনাডিক বাংলাদেশ, বাসাঃ১, রোডঃ১, সেকশনঃ৬, ব্লকঃ বি, মিরপুর, ঢাকা
  • মনি এন্টারপ্রাইজ, প্রেমা টাওয়ার, দোকান নম্বরঃ ৮/৮এ, (২য় তলা), খাদুন, রূপসী, রুপগঞ্জ, নারায়নগঞ্জ
  • প্রগতি ডিস্ট্রিবিউশন, পোলু মিয়ার সুপার মার্কেট, বট তলা, গোপালগঞ্জ
  • মেসার্স সোহান ইঞ্জিনিয়ারিং, একরামপুর, স্টেশন রোড, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ
  • প্রমি এন্টারপ্রাইজ, হামিদ আকন্দ সড়ক, বাদামতলা মোড়, মাদারীপুর সদর, মাদারীপুর
  • আলফি কমিউনিকেশন, দোকান ১৫, রহমান সুপার মার্কেট, বাস স্ট্যান্ড, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।
  • মেসার্স মুন্সী হযরত আলী অ্যান্ড কোং, ডাক বাংলা রোড, সদর, নরসিংদী
  • মের্সাস মাইী ট্রেডার্স, ৩৮ পৌর ইংলিশ সুপার মার্কেট, মেইন রোড, রাজবাড়ি
  • বি. বি ফিনান্স, পৌর মার্কেট, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স (নিচতলা), শরীয়তপুর
  • খান এন্টারপ্রাইজ (দোকান – ৫), হোল্ডিং নং – বি৩৪, আর এস টাওয়ার (২য় তলা), সাভার, ঢাকা
  • ভুইয়া ওয়ার্ল্ড এক্সপ্রেস, সিটি সেন্টার বিল্ডিং নিচতলা [বল্ডিং এর পেছনের অংশে], ৯০/১ মতিঝিল বানিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা।
  • টুইন ট্রেডিং, ১০০ আজিমপুর রোড, লালবাগ, ঢাকা
  • আজমেরী টেলিকম (কালু গাজী সুপার মার্কেট), কলমপুর বাজার, ধামরাই, ঢাকা।
  • গাজীপুর ইউনাইটেড সেন্টার, নুরুল ইসলাম খান কমপ্লেক্স, ডি বি রোড, চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
  • গাজীপুর এ, টি, এম অতিথি টেলিকম, কুদ্দুস নগর হাই স্কুল সংলগ্ন, কুদ্দুসনগর, কোনাবাড়ি, গাজীপুর
  • গাজীপুর মুরাদ টেলিকম, ভাই ভাই মার্কেট, থানা রোড, বাস স্ট্যান্ড, কালীগঞ্জ, গাজীপুর।
  • নারায়নগঞ্জ এস এইচ প্লাজা, পঞ্চোবাটি, ফতুল্লা, নারায়ণগঞ্জ
  • গাজীপুর ভাই ভাই স্টোর, রিয়াজ আহমেদ প্লাজা, ২৭ রোড, টঙ্গী, গাজীপুর
  • গাজীপুর এইচ এ ট্রেড ইন্টারন্যাশনাল, জোছনা টাওয়ার, জোড়া পাম্প চান্দুরা, কালিয়াকৈর, গাজীপুর
  • গাজীপুর প্রিয়াঙ্গণ টেলিকম, সমব্যয় মার্কেট মেইন রোড , কলেজ রোড মোড়, কাপাসিয়া বাজার, কাপাসিয়া, গাজীপুর
  • ফ্যান্টাসি টেলিকম, ১২৬/১, বাশার শপিং কমপ্লেক্স, উত্তর মুগদাপাড়া,ঢাকা-১২১৪
  • অনিক টেলিকম, বারৈচা বাজার, বেলাবো, নরসিংদী
  • রাজন মোবাইল শপ, ভূঁইয়া প্লাজা, থানা রোড, সোনারগাঁও, নারায়নগঞ্জ
  • মেসার্স মতিন টেলিকম, পিঙ্কি সুপার মার্কেট, প্রথম তল, আড়াইহাজার বাজার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
  • সোহাগ টেলিকম, স্কুল মার্কেট, আনারকলি বাস স্ট্যান্ড, আশুলিয়া, ঢাকা
  • জোনায়েদ টেলিকম এন্ড ইলেক্ট্রিক সার্ভিস, পৌর মার্কেট সংলগ্ন, কমিশনার মার্কেট, মুন্সীগঞ্জ সদর 
  • নরসিংদী মেসার্স অপরূপা টেলিকম, নতুন বাজার, কলেজ রোড, পলাশ ,নরসিংদী
  • লিটন স্টোর, ইচ্ছাপুরা চৌরাস্তা, ইচ্ছাপুরা, সিরাজদীখান, মুন্সীগঞ্জ
  • রিপন ইলেক্ট্রিক এন্ড মোবাইল জগত, নবাবগঞ্জ বাজার, নবাবগঞ্জ ঢাকা, কলাকোপা, ঢাকা
  • মাহী টেলিকম – ২, দোকান নং – ৪, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, জয়পাড়া, দোহার, ঢাকা
  • মুক্তি মাল্টিমিডিয়া, থানা রোড, গোপালপুর, টাঙ্গাইল
  • রেনেসাঁ আইটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার, দোকান নং ০৪, প্যারামাউন্ট টাওয়ার, সিংগাইর, মানিকগঞ্জ।
  • মিতা টেলিকম সেন্টার, কোনাপাড়া বাস স্ট্যান্ড, সুখি টেক্সটাইল মার্কেট, ডেমরা, ঢাকা
  • খালিদ টেলিকম, ঝিটকা বাজার গার্লস স্কুল মোড়, হরিরামপুর, মানিকগঞ্জ
  • রাজিব টেলিকম, সাটুরিয়া হাই স্কুল মার্কেট, সাটুরিয়া বাস স্ট্যান্ড, সাটুরিয়া, মানিকগঞ্জ
  • সুমন টেলকম – ২, প্রফেসর মার্কেট, থানা রোড, ঘিওর, মানিকগঞ্জ
  • সাইফুল টেলিকম, রাজেন্দ্রপুর বাজার, শ্রীপুর, গাজীপুর
  • ইউ এন আই মোবাইল সেলস এন্ড সার্ভিস সেন্টার, ১০৮ (২য় তলা), টাউন হল সুপার মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা- ১২০৭
  • ভিক্টর এন্টারপ্রাইজ, দোকান নং – জি-১৩১, ইস্টার্ন বনবিথি শপিং কমপ্লেক্স, দক্ষিন বনশ্রী, খিলগাঁও, ঢাকা – ১২১৯
  • রেইন কম্পিউটার, সেকশন- ১২, ব্লক- এ, রোড- ২, হাউজ- ১৪৬, পল্লবী, ঢাকা- ১২১৬
  • এম এম টেলিমেডিয়া, ১৪/২, সুলতানগঞ্জ, রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা
  • জিহাদ ট্রেডার্স, উপজেলা শপিং কমপ্লেক্স, মনোহরদী, নরসিংদী
  • অনি এন্টারপ্রাইজ, মৌলভীপাড়া বাজার, দেলদুয়ার, টাঙ্গাইল
  • মোবাইল জোন, কলেজ রোড, নগরপুর বাজার, নগরপুর, টাঙ্গাইল।
  • সাদাফ মেডিসিন কর্নার, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ মাজার রোড, ভুয়াপুর, টাঙ্গাইল।
  • স্কাইটেল টেলিকম, ২৪৫ গাওয়াইর ভান্ডারী মার্কেট, দক্ষিনখান, ঢাকা- ১২৩০
  • খান এন্টারপ্রাইজ, দ্বীপেশ্বর মোড়, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • জায়েদ টেলিকম, রফিক মার্কেট, অগ্রনী ব্যাংক রোড, কালুখালী, রাজবাড়ী
  • সায়েবা টেলিকম, আর কে প্লাজা, ভবের চর, গজারিয়া, মুন্সীগঞ্জ
  • সাব্বির টেলিকম, কটিয়াদী বাস স্ট্যান্ড, হাজেরা মার্কেট, হোল্ডীং-৭২৯, ওয়ার্ড-০১, কটিয়াদী, কিশোরগঞ্জ।
  • বিশ্বাস ট্রেডার্স, দোকান-১২, মুক্তিযোদ্ধা মার্কেট, নগরকান্দা, ফরিদপুর
  • আরাবি এন্টারপ্রাইজ, নারিন্দা, ওয়ারী, ঢাকা
  • কামাল টেলিকম, মোল্লা ম্যানশন, শ্রীনগর, মুন্সীগঞ্জ
  • বন্ধন ভিডিও এন্ড টেলিকম সেন্টার, আটি বাজার, কেরানীগঞ্জ, ঢাকা
  • অংকন ইলেক্ট্রনিক্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মিঠামইন বাজার, মিঠামইন, কিশোরগঞ্জ।

বিকাশ কাস্টমার কেয়ার রংপুর বিভাগ

যারা রংপুর বিভাগের সকল বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা পেতে চান। তারা এখান থেকে সকল ঠিকানা পেয়ে যাবেন। দেখে নিন বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা রংপুর।
  • আরাফাত ডিস্ট্রিবিউশন ১, চেয়ারম্যান মার্কেট (বিরামপুর বাজার), উপজেলা গেটের পাশে, বিরামপুর, দিনাজপুর।
  • মোবাইল প্লাজা, থানা মসজিদ মার্কেট, বীরগঞ্জ, দিনাজপুর
  • সরনিকা এন্টারপ্রাইজ, পঞ্চগড় হাইওয়ে রোড, বোদা, পঞ্চগড়
  • এস কে ডিস্ট্রিবিউশন, মহিমাগঞ্জ রোড (চার মাথা), বগুড়া- রংপুর হাইওয়ে, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
  • মীম এন্টারপ্রাইজ, করিমপুর বাসস্ট্যান্ড, কাশীরাম, কালিগঞ্জ, লালমনিরহাট
  • আরেফিন ট্রেডার্স, বাবু সুপার মার্কেট, কালিবাড়ি বাজার রোড, পলাশবাড়ি, গাইবান্ধা
  • সুমি টেলিকম, জ্ঞানাংকুর স্কুল মার্কেট, পার্বতীপুর, দিনাজপুর।
  • মীম এন্টারপ্রাইজ, দহগ্রাম রোড, উপজেলা মোড়, পাটগ্রাম, লালমনিরহাট
  • সাহারা ট্রেডারস, ব্রিজ রোড, পুরাতন ব্রিজের উত্তর পাশে, গাইবান্ধা সদর
  • ডাইনাটেক, সেন্ট্রাল প্লাজা, সিনেমা হল রোড, পঞ্চগড় সদর, পঞ্চগড়
  • মোবাইল ম্যাথ,জে-১৭, সৈয়দপুর প্লাজা, সৈয়দপুর, নীলফামারী
  • মনোয়ার এন্টারপ্রাইজ, জিলা পরিষদ মার্কেট, নরেশ চৌহান রোড,ঠাকুরগাঁও
  • কেয়ার টেলিকম, স্টেশন ক্লাব মার্কেট, কলেজ মোড়, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম
  • ক্যাশ পয়েন্ট, চুইহারী, কলেজ রোড, দিনাজপুর সদর, দিনাজপুর।
  • তিস্তা টেলিকম অ্যান্ড ভ্যারাইটিস, পুরান বাজার, সদর, লালমনিরহাট, রংপুর।
  • রিতু ডিজিটাল স্টুডিও, দোকান নং – ১২৪, নিচতলা, পৌর শপিং কমপ্লেক্স, নাগেশ্বরী বাসস্ট্যান্ড, নাগেশ্বরী, কুড়িগ্রাম
  • হোম ডিজিটাল স্টুডিও, ১১০, পিডিবি অফিসের পার্শ্বে, সবুজপাড়া, নীলফামারী সদর, নীলফামারী
  • কেয়া টেলিকম সার্ভিস, ভোলা মোড়, রৌমারী বাজার, কুড়িগ্রাম, রংপুর
  • অভি টেলিকম সেন্টার, সি, ও বাজার, বদরগঞ্জ বাজার, বদরগঞ্জ, রংপুর
  • দোলন টেলিকম, চৌরাস্তা মোড়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
  • আলম টেলিকম, শাহিন প্লাজা, ব্রিজ রোড, পুরাতন বদিয়াখালী, গাইবান্ধা সদর, গাইবান্ধা
  • সৈকত টেলিকম, বোনারপাড়া বাজার, সাঘাটা, গাইবান্ধা
  • জিম কম্পিউটার, কে সি রোড, উলিপুর, কুড়িগ্রাম।
  • মিজান এন্টারপ্রাইজ, উপজেলা বিপনী কেন্দ্র, ডিমলা, নীলফামারী।
  • পুস্প মোবাইল হাউজ এন্ড কম্পিউটার, বনোয়ারি মোড়, ডোমার, নীলফামারী।
  • লাম ইয়া ডট কম, উপজেলা চত্বর, হাতিবান্ধা, লালমনিরহাট।
  • শাদী টেলিকম, দক্ষিন বাস স্ট্যান্ড, শটিবাড়ী, মিঠাপুকুর, রংপুর।
  • রফিকুল টেলিকম, নলডাঙ্গা বাজার, সাদুল্লাপুর, গাইবান্ধা
  • মেসার্স তাবাসসুম টেলিকম, সেতাবগঞ্জ বাজার, বোচাগঞ্জ, দিনাজপুর

বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম বিভাগ

যারা চট্টগ্রাম বিভাগের সকল বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা পেতে চান। তারা এখান থেকে সকল ঠিকানা পেয়ে যাবেন। দেখে নিন বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা চট্টগ্রাম।
  • আল-আমিন টেলিকমিউনিকেশন সার্ভিসেস, জেলা পরিষদ মার্কেট – ২ (ডাক বাংলো রোড), হাটহাজারী, চট্টগ্রাম
  • তাহের স্টোর (এসএম চৌধুরী সুপার মার্কেট), গুণাগরি বাজার, বাঁশখালী, চট্টগ্রাম
  • তাহের কর্পোরেশন, রুমঃ ২২, জেলা পরিষদ মার্কেট, চৌমুহনী চৌরাস্তা, বেগমগঞ্জ, নোয়াখালী
  • এম এস টেলিকম, নাইমিয়াকান্দি, কোম্পানিগঞ্জ রোড, মুরাদনগর, কুমিল্লা
  • মাসুম এন্টারপ্রাইজ, কলেজ রোড, ছাগলনাইয়া, ফেনী, চট্টগ্রাম
  • শাহিন টেলিকম, স্টেশন রোড, চান্দিনা, করপাই, কুমিল্লা
  • আয়শা হক টাওয়ার (নীচ তলা), বশুরহাট কলেজ, কোম্পানীগঞ্জ, নোয়াখালি, চট্টগ্রাম
  • মিয়াজি এন্ড সন্স, হাজী আব্দুল আলি সুপার মার্কেট ,নীচ তলা,ফরিদগঞ্জ,বাস স্ট্যান্ড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
  • রিয়াজ ট্রেড, এস, আলম প্লাজা (নিচতলা), হোমনা রোড, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা
  • মেসার্স খান ট্রেডার্স, সীমান্ত কমপ্লেক্স – ২, গ্রাউন্ড ফ্লোর,পুরাতন বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
  • জে এ এন্টারপ্রাইজ, রাশিদা কমপ্লেক্স (নিচতলা), বাইপাস রোড, লাকসাম, কুমিল্লা
  • এ এস কমিউনিকেশন, মফিজ প্লাজা, মাইজদি, নোয়াখালী
  • আজাদ  টেলিটক, ইভান প্লাজা, কলেজ রোড, সাউথ মতলব, চাঁদপুর।
  • এস এস ট্রেডিং, এস হক ভবন,১ তলা,মিরসরাই,পৌরসভা,মিরসরাই,চট্টগ্রাম
  • এম এস সানজিব মজুমদার, ১৭১,রামগঞ্জ বাইপাস রোড রামগঞ্জ, লক্ষীপুর
  • মেসার্স খান সন্স, জেলা পরিষদ মার্কেট -২, কাওয়ালি, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া
  • এম/ এস দিবা এন্টারপ্রাইজ, ৩০৭ আলমগীর হাইজ, হাজী মহসীন রোড, চাঁদপুর।
  • এন, এফ এন্টারপ্রাইজ, কালুর দোকান, মেইন রোড, কক্সবাজার
  • বোনিটো কমিউনিকেশন, লিবার্টি পৌর সুপার মার্কেট, পৌরসভা চত্তর, কলেজ রোড, ফেনী
  • মেসার্স এয়ারটেল, শান্তি বাসস্ট্যান্ড, মেইন রোড, নারিকেল বাগান, সদর, খাগড়াছড়ি
  • প্যারামাইজ ডিস্ট্রিবিউশন নিউ, লিল্লাহ মসজিদের বিপরীতে, উত্তর তেমুহনী, রায়পুর রোড, বাঞ্ছারাম্পুর, সদর, লক্ষীপুর
  • মেসার্স আরিফ এন্টারপ্রাইজ, চেম্বার অফ কমার্স, পুরাতন বাস স্ট্যান্ড, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি
  • মেসার্স শিহাব এন্টারপ্রাইজ, কট্টাপাড়া, বিশ্বরোড মোড়, নিচতলা, মদিনা সিটি গার্ডেন, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
  • কে টেলিকম নিউ, সিটি সেন্টার(নীচতলা), দোকান নং এ-৯, সাতকানিয়া, চট্টগ্রাম।
  • এম/এস সাবিহা এন্টারপ্রাইজ, শাহরাস্তি গেট, দোয়াডাঙ্গা, শাহরাস্তি, চাঁদপুর।
  • নূরী এন্টারপ্রাইজ, দক্ষিন মহাদেবপুর, হোল্ডিং নং ১৮১/১, ডি, টি রোড, ওয়ার্ড নং ০৬, সীতাকুন্ড পৌরসভা, চট্টগ্রাম।
  • সালমা ট্রেডার্স, নুরজাহান টাওয়ার (নিচ তলা),মেইন রোড, উখিয়া, চট্টগ্রাম
  • জাহান আহমেদ এন্টারপ্রাইজ, হাসপাতাল রোড, সোসাইটি মার্কেট, চিরিংগা, চকরিয়া।
  • স্কাই রি এরেঞ্জ লিঃ, সেন্টার পয়েন্ট [নিচতলা], বাদলকোট রোড, চাটখিল, নোয়াখালী।
  • মেসার্স সামছুন নাহার কন্সট্রাকশন, মোতাহের ম্যানশন [ দ্বিতীয় তলা], তামারদিন রোড, হাতিয়া নিউ মার্কেট, হাতিয়া, নোয়াখালী।
  • মেসার্স ই এস এন এন এন্টারপ্রাইজ,  ৭নং ওয়ার্ড, দিঘি রোড, গোরোক ঘাটা বাজার, মহেশখালী, কক্সবাজার
  • কম্পিউটার টাচ মুন্সির ঘাটা রাউজান পৌরসভা
  • নজরুল টেলিকম এন্ড ডিপার্টমেন্ট ষ্টোর, কলেজ রোড, বিবিরহাট, ফটিকছড়ি,চট্টগ্রাম
  • আল মক্কা এন্টারপ্রাইজ, গাছবাড়িয়া, স্কুল মার্কেট, চন্দানাইশ, চট্টগ্রাম
  • সায়েদ মেটাল, কলেজ রোড, পৌর সদর, পূর্ব গোমদন্দী, ওয়ার্ড-৬, বোয়ালখালী, বোয়ালখালী, চট্টগ্রাম
  • মেসার্স মনির এন্টারপ্রাইজ, মনির টাওয়ার, আনোয়ারা সদর, চট্টগ্রাম
  • আরিফ এন্টারপ্রাইজ, ১৩৭৫/এ, বি-১, সিডিএ আর/এ, কর্নেল হাট, আকবরশাহ্‌, একতা টেলিকম, ডাক বাংলোর মোড়, ও-০৭, পটিয়া, চট্টগ্রাম
  • মেসার্স এস কে টেলিকম, সোদিয়া মার্কেট ১ ম তলা, রাওজারহাট, পৌর এলাকা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
  • এম/এস নাসির স্টোর, পেকুয়া বাজার, পেকুয়া, কক্সবাজার
  • অপু এন্টারপ্রাইজ, মাতামুহুরী শপিং কমপ্লেক্স, লামা বাজার, লামা, বান্দরবান
  • আল-আমিন ট্রেডিং কর্পোরেশন, সায়েদ প্লাজা, লোহাগাড়া, চট্টগ্রাম।
  • আনিছা মোবাইল শপ, শপ নং: ৪ , আবু সিদ্দিক মার্কেট, বাস স্টেশন, টেকনাফ।
  • দোকানের নাম: মহিন, শেখ মুজিবুর রহমান সরাক, গুরস্থান মোসজিদ মার্কেট, ডাব্লিও-৭, বান্দরবান সদর, বান্দরবান

বিকাশ কাস্টমার কেয়ার রাজশাহী বিভাগ

যারা রাজশাহী বিভাগের সকল বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা পেতে চান। তারা এখান থেকে সকল ঠিকানা পেয়ে যাবেন। দেখে নিন বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা রাজশাহী।
  • কোয়ালিটি এন্টারপ্রাইজ, হোল্ডিং নং-৩১, শাহীবাগ, সার্কিট হাউজ মোড়, বিশ্বরোড, চাঁপাইনবাবগঞ্জ
  • আরাফাত ডিস্ট্রিবিউশন, ১ নং স্টেশন রোড, জয়পুরহাট সদর, জয়পুরহাট
  • মাশরুফ এন্টারপ্রাইজ, আলহাজ্ব কমপ্লেক্স, সরিষাহাতি মোড়, মেইন রোড, নওগাঁ
  • মেসার্স শাওন ট্রেডিং, মুক্তা প্লাজা, হাফ রাস্তা, নাটোর সদর, নাটোর
  • ফাস্ট টেলিকম -১, বিজিসি কমপ্লেক্স (১ম তলা), থানা রোড, শালগাড়িয়া
  • পিপলস কমিনিউকেশনস, স্টেশন রোড (স্বাধীনতা চত্বর), সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ
  • আল ইমরান ও ব্রাদার্স, শেখ সুপার মার্কেট, শেরপুর, বগুড়া
  • হৃদয় টেলিকম, ০৩ সাব-রেজিস্ট্রি অফিস গেট, শিবগঞ্জ, বগুড়া
  • মিঠু বিদ্যুৎ বিতান, ৪৪, সিদ্দিক সুপার মার্কেট, উপজেলা রোড, সিংড়া, নাটোর
  • সুলতান টেলিকম, দোকান নং :০১, হাজী মার্কেট, থানা মোড়, তানোর, রাজশাহী
  • শাপলা টেলিকম, ভবানীগঞ্জ নিউ মার্কেট, ভবানীগঞ্জ বাজার, বাগমারা, রাজশাহী
  • মেসার্স মাহির এন্টারপ্রাইজ, মাদ্রাসা মার্কেট, মাদ্রাসা রোড, সোনাতলা, বগুড়া
  • সাফিয়া ফোন ফ্যাক্স, সিরাজ ও সোবহান সুপার মার্কেট, শ্রীকোলা বাস স্ট্যান্ড, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
  • অঞ্জন কম্পিউটার স্টুডিও এন্ড ফটোস্ট্যাট, দরিয়াপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ
  • ইমরান ইলেক্ট্রনিক্স, সর্দার সুপার মার্কেট, সুজানগর বাজার, সুজানগর, পাবনা
  • মেসার্স এম এস টেলিকম, দেলুয়াবাড়ি বাজার, মান্দা, নওগাঁ
  • মাহফুজ টেলিকম, চাটমোহর সরকারি ডিগ্রী কলেজ রোড, নারিকেল পাড়া, চাটমোহর, পাবনা।
  • এম/এস খান টেলিকম, মা প্লাজা, নতুন হাট মোড়, চর শাহাপুর, ঈশ্বরদী, পাবনা
  • মেসার্স নূর ট্রেডার্স, হোল্ডিং নং ১১০৮, ওয়ার্ড নং ০৫, ফায়ার সার্ভিস মোড়, রামনগর, গোদাগাড়ী, রাজশাহী
  • ঈয়ামিন ইলেক্ট্রিক, সীমান্ত বাজার, ৩ নং গান্দাইল ইউনিয়ন পরিষদ, কাজিপুর, সিরাজগঞ্জ
  • জান্নাত টেলিকম এন্ড ডিজিটাল স্টুডিও, হাজী এন জামান শপিং কমপ্লেক্স, ফুলবাগান মোড়, কাশীনাথপুর, বেড়া, পাবনা
  • স্মার্ট মোবাইল কমপ্লেক্স, সরকার মার্কেট, ধামুইরহাট রোড, নাজিপুর, পত্নীতলা, নওগাঁ
  • সুমাইয়া টেলিকম, থানা রোড, আদমদীঘি, বগুড়া
  • আহনাফ মোবাইল পয়েন্ট, মুক্তাসা হল রোড, রোহনপুর বাজার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
  • ভাই ভাই ইলেক্ট্রনিক, কফিল উদ্দিন সুপার মার্কেট, লালপুর ত্রিমহনি, লালপুর বাজার, লালপুর, নাটোর।
  • মেসার্স রায়হান স্টেশনারী, থানা রোড, আক্কেলপুর, জয়পুরহাট

বিকাশ কাস্টমার কেয়ার কুমিল্লা বিভাগ

যারা কুমিল্লা বিভাগের সকল বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা পেতে চান। তারা এখান থেকে সকল ঠিকানা পেয়ে যাবেন। দেখে নিন বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা কুমিল্লা।

রয় কমপ্লেক্স, নীচ তলা, ১১৫/২ নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা

হোল্ডিং নং: ৪৬/খ, দ্বিতীয় তলা, থানা রোড, ঝিলটুলি, ফরিদপুর

বিকাশ কাস্টমার কেয়ার ময়মনসিংহ বিভাগ

যারা ময়মনসিংহ বিভাগের সকল বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা পেতে চান। তারা এখান থেকে সকল ঠিকানা পেয়ে যাবেন। দেখে নিন বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা ময়মনসিংহ।
  • হ্যালো মোবাইল সিটি, জামালপুর রোড, পুরাতন বাস স্ট্যান্ড এর পার্শ্বে, বকশীগঞ্জ, জামালপুর
  • চ্যানেল এন্টারপ্রাইজ, হাজী রফিক উদ্দিন শপিং কমপ্লেক্স, স্কয়ার মাস্টার বারী, ভালুকা, ময়মনসিংহ
  • তরফদার মেডিকেল হল, ৩৭৬ হাসপাতাল রোড (জয়নগর), সদর, নেত্রকোনা
  • নৈঋত এন্টারপ্রাইজ, পাসপোর্ট বিল্ডিং, (নিচতলা), মাধবপুর, শেরপুর সদর, শেরপুর-২১০০
  • সিনান টেলিকম, ঢাকাই পট্টি, সদর, জামালপুর
  • জনি টেলিকম, ৬৮৫২ শিমলা বাজার রোড, সরিষাবাড়ী, জামালপুর
  • তাহসিন এন্টারপ্রাইজ, তাহসিন কমপ্লেক্স, মির্জা গোলাম মোস্তফা চত্বর, হাওয়াই রোড, মাদারগঞ্জ, জামালপুর।
  • আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড টেলিকম, ১ম তলা, বড় মসজিদ মার্কেট, মুক্তাগাছা, ময়মনসিংহ
  • রহিম মোবাইল সেন্টার, মাহমুদপুর বাজার, মেলান্দা, জামালপুর
  • রুদ্র টেলিকম, ঝলমল সিনেমা হল রোড, গৌরিপুর পৌরসভা, গৌরিপুর, ময়মনসিংহ
  • জননী টেলিকম, কলমাকান্দা পূর্ব বাজার, কলমাকান্দা, নেত্রকোনা।
  • মাল্টিমিডিয়া কম্পিউটার সেন্টার, কলেজ রোড, কেন্দুয়া বাজার, নেত্রকোনা
  • মেসার্স অভিনন্দ এন্টারপ্রাইজ, আঞ্জুম মার্কেট(২য় তলা), ফুলপুর বাস স্ট্যান্ড, ফুলপুর, ময়মনসিংহ।
  • জুয়েল স্টুডিও, কলেজ রোড, ০৮ নং ওয়ার্ড, গফরগাঁও পৌরসভা, গফরগাঁও, ময়মনসিংহ।

বিকাশ কাস্টমার কেয়ার বরিশাল বিভাগ

যারা বরিশাল বিভাগের সকল বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা পেতে চান। তারা এখান থেকে সকল ঠিকানা পেয়ে যাবেন। দেখে নিন বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা বরিশাল।
  • এ/এস ট্রেডার্স, স্টলঃ ১০০, কে, এম লতিফ সুপার মার্কেট, মঠবাড়িয়া, পিরোজপুর
  • এইচ কে ট্রেডার্স, খান ম্যানশন (আবু খান বিল্ডিং) সদর রোড, পশ্চিম বরগুনা,বরগুনা সদর,বরগুনা
  • পদ্মা এন্টারপ্রাইজ, সেন্টার পাড়া , কালীবাড়ি রোড, সদর, পটুয়াখালী
  • রিয়েল রিটেইল রি-ডিস্ট্রিবিউশন. ল’ইয়ারস কমপ্লেক্স, কৃষ্ণচূড়া মোড়, শহীদ ওমর ফারুক সড়ক, পিরোজপুর
  • নাজমা ইলেকট্রিক অ্যান্ড মোবাইল কর্নার (হাই স্কুল রোড), গৌরনদী বাস স্ট্যান্ড, গৌরনদী, বরিশাল।
  • তারিন বিজনেস সেন্টার (দোকান -১০১, নিউ সোসাইটি মার্কেট), ওয়েল মিল রোড, কুমারপট্টি, কলাপাড়া, পটুয়াখালী।
  • ফিহা এন্টারপ্রাইজ, আজহার মহল, মহাজন পট্টি, ভোলা সদর, ভোলা।
  • ভাই ভাই টেলিকম, ধামুরা বন্দর, আমিনা আহমেদ ভবন, উজিরপুর, বরিশাল
  • শাপলা ডিজিটাল স্টুডিও, হোল্ডিং ২১, আমতলা গলি রোড, ঝালকাঠি।
  • মেসার্স রজনী টেলিকম, পশ্চিম বাজার, গার্লস স্কুল রোড, বোরহানউদ্দিন, ভোলা
  • মেসার্স নিউ চৈতি ইলেক্ট্রনিক, জেলা পরিষদ মার্কেট, সদর রোড, চরফ্যাসন, ভোলা।
  • আলী টেলিকম, কালকিনি মাছ বাজার, কালকিনি, মাদারীপুর, বরিশাল।
  • নির্জন টেলিকম, হাই স্কুল রোড, গলাচিপা পৌড়সভা, গলাচিপা, পটুয়াখালী
  • শুভ ইলেকট্রোনিক্স, শের ই বাংলা সড়ক, সদর মার্কেট, ভান্ডারিয়া, পিরোজপুর
  • এম/এস মিতু টেলিকম, পৌর মার্কেট,সদর রোড, লালমোহন, ভোলা
  • বিডি টেলিকম, পান সুপারির হাট, মধ্য বাজার, ডামুড্যা, শরীয়তপুর
  • খাজা টেলিকম, চৌড়াস্তার মোড়, নড়িয়া, শরীয়তপুর
  • নূর টেলিকম, ফজলুল হক মার্কেট, কেজি স্কুল মোড়, উপজেলা রোড, কাশিয়ানী, গোপালগঞ্জ

  • বিকাশ কাস্টমার কেয়ার সিলেট বিভাগের সকল শাখা
  • হানিফ মোবাইল অ্যান্ড কসমেটিকস, পি সি হাই স্কুল মার্কেট, মেইন রোড, বড়লেখা, মৌলভীবাজার
  • গ্রিন লাইন টেলিফোন সেন্টার, ধুলিয়াখাল রোড, মিরপুর বাজার, বাহুবল, হবিগঞ্জ
  • আলীম মোবাইল গ্যালারী, মদন মোহন মার্কেট, পশ্চিম বাজার, বালাগঞ্জ, সিলেট
  • টেলার হাউজ, কলেজ রোড (গোয়াইনঘাট বাজার), গোয়াইনঘাট, সিলেট।
  • নূপুর কম্পিউটার অ্যান্ড টেলিকম, দোকান নং ১৩২, সায়হাম ফিউচার কমপ্লেক্স, মাধবপুর, হবিগঞ্জ
  • মেসার্স শরীফ স্টোর, পুরান মুন্সেফি রোড, বাণিজ্যিক অঞ্চল, হবিগঞ্জ।
  • নিউ বিথী এন্টারপ্রাইজ, বরহাট, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার
  • প্রিয়জন কম্পিউটার অ্যান্ড মোবাইল, ৩০, পৌর বিপণী, সুনামগঞ্জ সদর, সিলেট
  • নিউ এক্সপেক্ট্রা, শপ নং – ১, এশিয়া কমপ্লেক্স, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল, সিলেট।
  • বৃষ্টি টেলিকম অ্যান্ড কম্পিউটার, নিউ মার্কেট (শেরপুর রোড), নবীগঞ্জ, হবিগঞ্জ।
  • মেসার্স লিমন টেলিকম, শ্যামলী মানশন, নতুন বাজার, বানিয়াচং, হবিগঞ্জ।
  • মোবাইল জোন সেলস অ্যান্ড সার্ভিসিং, কলেজ রোড, দিরাই, সুনামগঞ্জ।
  • এ টু জেড কম্পিউটার সলিউশন, দোকান নং – ২৩, মেহাতাজ শপিং কমপ্লেক্স, গার্লস স্কুল রোড, ছাতক, সুনামগঞ্জ।
  • সিলেট মৌলভীবাজার স্বর্ণালি গিফট এন্ড মোবাইল জোন, ফাতেমা টাওয়ার (নিচের তলা) থানা রোড, কুলাউড়া, মৌলভীবাজার
  • মেসার্স আলী স্টোর, বাতিন ম্যানশন, দক্ষিন গোয়ালাবাজার, ওসমানীনগর, সিলেট।
  • নেক্সট টেলিকম, পৌর পয়েন্ট, জগন্নাথপুর
  • রুমানা টেলিকম সেন্টার, থানা মসজিদ মার্কেট, দোয়ারাবাজার, সুনামগঞ্জ
  • রাসেল ইলেকট্রনিক্স এন্ড মোবাইল জোন, শপ নং -১, মদিনা মার্কেট, বাধাঘাট বাজার, তাহিরপুর, সুনামগঞ্জ
  • কাসেম ব্রাদার্স টেলিকম, দাউদনগর বাজার রেইল গেইট, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ
  • ইয়াসফিন এন্টারপ্রাইজ, ইনার কলেজ রোড, ২য় গলি, বিয়ানীবাজার, সিলেট
  • মোবাইল ফেয়ার, শাহেদ শপিং সেন্টার, বটেশ্বর, সিলেট সদর, সিলেট
  • সায়ান টেলিকম, পরিজা ম্যানসন, গোবিন্দগঞ্জ পয়েন্ট, চাটক, সুনামগঞ্জ

বিকাশ হেল্প লাইন চ্যাট

বিকাশ লাইভ চ্যাট করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে। এরপর বিকাশ লাইভ চ্যাট ওয়েবসাইটে যাওয়ার পর কিছুক্ষন অপেক্ষা করতে হবে। এবার আপনার সামনে মেসেঞ্জার এর মত একটি চ্যাট উইন্ডো আসবে। এখানে আপনি আপনার সমস্যাটি মেসেজ এর মাধ্যমে বিকাশ টিমকে জানিয়ে দিবেন। বিকাশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে একজন প্রতিনিধি আপনার সাথে চ্যাটে যুক্ত হবে এবং আপনার সমস্যাটি মনোযোগ দিয়ে শুনবেন।

যতক্ষণ পর্যন্ত না আপনার সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত চ্যাট উইন্ডো ক্লোজ করা যাবে না। কেননা উক্ত চ্যাট উইন্ডোটি যদি ক্লোজ হয়ে যায় তাহলে পূর্বের ম্যাসেজগুলো মুছে হয়ে যাবে। তাছাড়া জরুরী প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন। 

বিকাশ একাউন্ট চেক নাম্বার

আপনার বিকাশ একাউন্ট নাম্বার দিয়ে চেক করতে হলে একটি নির্দিষ্ট কোড ডায়াল করে বিকাশ একাউন্ট চেক করতে পারবেন। এরপর পরবর্তী ধাপ অনুসরণ করে আপনার একাউন্টের ব্যালেন্স সহ আরো অন্যান্য ইনফরমেশন জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেই বিকাশ একাউন্ট চেক নাম্বার।

বিকাশ একাউন্ট চেক নাম্বারটি হচ্ছে *247#

আপনি উক্ত কোডটি ডায়াল করে আপনার বিকাশ একাউন্ট চেক করতে পারবেন। তাছাড়া আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি নিচের দেয়া  অ্যাপ লিংক হতে অ্যাপ নিয়ে করে অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক সহ মোবাইল রিচার্জ ও অন্যান্য কাজ করতে পারবেন।

লেখকের শেষকথাঃ বিকাশ হেল্প লাইন নাম্বার

বিকাশ সম্পর্কিত আমাদের আজকের পোস্টটি এতক্ষণ সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পোষ্টের কোন অংশ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টের উত্তর দেয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। সেইসাথে আপনাদের যদি এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।

কেননা আপনার শেয়ার করাতে আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন বিষয়টি জানতে পারবে। এ ধরণের প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট ও গুগল নিউজে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url